মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের। স্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে অভিযোগ সামনে এসেছে।মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্যের সব সরকারি হাসপাতালে এই ওষুধগুলি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। বাতিল ওষুধের তালিকায় রয়েছে- রিঙ্গার ল্যাকটেট ৫০০ মিলি, রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন ৫০০ মিলি, ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০ % এমওএসএম/লিটার ৫০০ মিলি, মানিনটোল ইনফিউশন আইপি ২০% ১০০ মিলি, প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি, অফ্লাক্সোসিন-২০০মিলিগ্রাম/১০০ মিলি, লেভোফ্লোক্সাসিন-১০০ মিলি ১/২ ডিএনএস-৫০০ মিলি, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন- ৩ লিটার, পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন-৫০০ মিলি
আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
টোটো নিয়ন্ত্রনে বারকোড আইকার্ড টোটো চালকদের