নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২রা নভেম্বর : রায়গঞ্জ কুলিক নদীবাঁধের উপর রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা থেকে মেডিকেল কলেজের পড়ুয়ারা। রাস্তা খারাপ থাকায় চলাচল করতে পারছেনা অটো টোটো থেকে কোনও যানবাহন। ফলে বহুদূর ঘুরে স্থানীয় বাসিন্দাদের যেতে হচ্ছে জেলা সদর কার্যালয় কর্নজোড়ায় কিংবা রায়গঞ্জ শহরে। অবিলম্বে বাঁধের রাস্তা সংস্কারের দাবি তুলেছেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা।
রায়গঞ্জ কুলিক নদীবাঁধের রাস্তার পাশেই রয়েছে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ক্যাম্পাস। এই রাস্তা দিয়েই চলাচল করেন আবদুলঘাটা, বামুহা, চন্ডীতলা, সহ একাধিক গ্রামের কয়েক বাসিন্দা। এইসব গ্রামের বাসিন্দাদের ও মেডিকেল কলেজের পড়ুয়াদের রায়গঞ্জ শহরে আসতে হয় এই কুলিক নদীবাঁধের রাস্তা দিয়েই। কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে কুলিক বাঁধ রোড। বিশেষ করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় দুকিলোমিটার রাস্তা একেবারেই বেহাল অবস্থা।স্থানীয় বাসিন্দা হামিদুল রহমান বলেন, বিরাট বিরাট গর্তে ভরা এই রাস্তায় শুকনোর দিনে পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হলেও চলতে পারেন কোনও যানবাহন। অথচ রায়গঞ্জ শহর থেকে শুরু করে ব্লক অফিস, জেলাশাসকের অফিস, হাসপাতাল যেতে এই রাস্তাই একমাত্র ভরসা গ্রামবাসী থেকে মেডিকেল কলেজের পড়ুয়াদের। অবিলম্বে এই বাঁধের রাস্তা সংস্কার করা দরকার।টোটো চালক কুশল জানিয়েছেন, এই রাস্তায় বড় বড় গর্ত থাকার কারনে চলাফেরা করাই যায়না। এখন শুকনোর দিনে কোনরকমে চলাফেরা করা গেলেও বর্ষায় একদম বন্ধ হয়ে যোগাযোগ। রাস্তাটি সংস্কার করলে খুব ভালো হয়।আবদুলঘাটা গ্রামের বাসিন্দা পবিত্রা বর্মন বলেন, এই বেহাল রাস্তার অবস্থার কথা বহুবার আমরা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বলেছি। তবুও রাস্তা মেরামত হয়নি। ফলে ছেলেমেয়েদের স্কুল যাতায়াত থেকে শুরু করে শহরে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে।