করোনা আবহে এবারে জৌলুশ হীন রায়গঞ্জের টেনোহরি গ্রামের লক্ষ্মী পুজো

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ অক্টোবর :  করোনা সংক্রমণের কারনে এবারে রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামে ঐতিহ্যবাহী লক্ষ্মী পুজোর আকর্ষন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। গ্রামের প্রতিঘরে পুজো হলেও থাকছে না ভোগবিলি,আলোকসজ্জা,ডিজে সাউন্ড কিম্বা মেলার আয়োজন। স্বভাবতই মন খারাপ গ্রামবাসীদের।

উল্লেখ্য প্রতিবছর লক্ষীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরী হয় এই টেনোহরি গ্রামে। গ্রামের প্রতিটি বাড়িতেই পূজিতা হন দেবী লক্ষ্মী । রঙরেরঙের আলো আর গানের ছন্দে আনন্দ উৎসবে মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। পুজো উপলক্ষে বিরাট মেলাও বসে গ্রামের মাঠে যা দেখতে দূরদূরান্তের বহু মানুষ ভীড় করেন এই গ্রামে। প্রচলিত বিশ্বাস মা লক্ষ্মীর কৃপায় গ্রামের মাঠগুলি ফসলে পরিপূর্ণ হয়ে ওঠে প্রতিবছর। জানা যায় বহু বছর আগে গ্রামের অনুর্বর জমিতে ফসল না হওয়ায় চরম দুঃখকষ্টের মধ্যে পড়তে হয়েছিলো গ্রামবাসীদের। এই বিপদ থেকে মুক্তি পেতে ঘরে ঘরে শুরু হয় লক্ষ্মীপূজা। এরপর থেকেই প্রতিবছর গ্রামের মাঠগুলি শষ্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে। তবে এবারে করোনা আবহে একেবারেই অনারম্বরভাবে পুজো হচ্ছে গ্রামে। বাতিল করা হয়েছে আলোকসজ্জা,ডিজে সাউন্ড ও ঐতিহ্যশালী মেলা। গ্রামের বাসিন্দা অষ্টমী দাস বলেন,” প্রতিবছর ধূমধাম করে পুজো হয় গ্রামে। গ্রামের সকলে মিলে খুব আনন্দ করি। কিন্তু করোনা আবহে কোনো অনুষ্ঠান হচ্ছে না এবার। নিয়মরক্ষার্থে শুধু পুজোটুকুই হচ্ছে। মায়ের কাছে আমাদের প্রার্থনা করোনা অতিমারীর যেন অবসান হয়।” অন্যদিকে গ্রামের প্রবীন ব্যাক্তি বলেন,” গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। তাদের মঙ্গলকামনায় বহুবছর ধরে এই পুজো হয়ে আসছে গ্রামে। এবছর প্রবল বৃষ্টিতেও মায়ের দয়ায় তেমন কোনো ক্ষতি হয় নি ফসলের। তবে করোনা সংক্রমণের কারনে সরকারী নির্দেশ মেনে চলার কারনেই, পুজোর আয়োজনে কাটছাঁট করা হয়েছে।

Next Post

পরিতক্ত কর্মতীর্থে গবাদি পশুর অবাধ বিচরন

Fri Oct 30 , 2020
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ, ৩০ অক্টোবর :  স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য কয়েক লক্ষ টাকা ব্যায়ে কর্মতীর্থ ভবনের উদ্বোধন হলেও আজও তা চালু হয়নি। কর্মতীর্থের বাইরের শেডটিতে গবাদি পশুর খাবারের খড়, জ্বালানির খড়ি, ঘুঁটে রাখার পাশাপাশি গোয়ালঘর হিসেবে ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার স্বনির্ভর দলের সদস্যরা। উল্লেখ্য কয়েক […]

আপনার পছন্দের সংবাদ