নিউজ ডেস্ক,১১ই জানুয়ারি :ইলেকট্রনিক ডিভাইস যুক্ত জুতোর পর এবারে হ্যান্ড গ্লাভস ও স্মার্ট স্টিক তৈরীতে সফল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগ। সম্প্রতি এই বিভাগের ল্যাবরেটরি কর্মী বাপ্পা রায় ও পড়ুয়াদের টিম ওয়ার্কের জেরে এই অভিনব প্রকল্পটি নির্মান সম্ভব হয়েছে। কিন্তু এই গ্লাভস বা স্টিকের বিশেষত্ব কি? তা জানতে বুধবার আরসিটিভির প্রতিনিধি পৌছে যায় সংশ্লিষ্ট বিভাগে। ছাত্রছাত্রীরা জানান, মূলতঃ দেশের স্বার্থেই এই জিনিস ২টি তৈরী করা হয়েছে। ভারতের সেবাহিনীদের ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে গ্লাভস ও স্টিক। জানা যায়, বিশেষ করে শীতকালে কিংবা শীতপ্রধান সীমান্ত অঞ্চলে সেনা জওয়ানরা হাতে গ্লাভস ব্যবহার করেন। সেক্ষেত্রে ইলেক্ট্রনিক ডিভাইস যুক্ত এই গ্লাভস পরলে তারা যেমন উষ্ণতা অনুভব করবেন তেমনই শত্রুপক্ষের সাথে সম্মুখে লড়াইয়ের সময় একটি বাটন প্রেস করা মাত্রই এই গ্লাভস শত্রুপক্ষের শরীরে শক প্রয়োগ করতে সক্ষম হবে। ফলে এক ঝটকায় তাদের কাহিল করা সম্ভব হবে। একই ভাবে স্মার্ট স্টিক থেকেও শক প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে বাড়তি সুরক্ষা হিসেবে একটি ধারালো ছুরি বসানো হয়েছে এই স্টিকটিতে।এই প্রকল্পের মূল কারিগর হলেন ল্যাব কর্মী বাপ্পা রায়। তিনি বলেন, শত্রুপক্ষের আক্রমনের পাল্টা জআাব দিতে এই ২ টি উপকরন বেশ কার্যকর হবে। তবে এর আগে তারা একই ধরনের জুতোও তৈরী করেছেন। প্রতিটি ক্ষেত্রে সংবাদ মাধ্যমে ভর করে এই সব প্রকল্পের প্রচার করতে চান বাপ্পা রায়। যাতে করে তাদের এই সমস্ত সামগ্রী কার্যক্ষেত্রে ব্যবহৃত হয়।এই সব অভিনব চিন্তাভাবনা ও তার বাস্তবায়নের নিরিখে সংশ্লিষ্ট বিভাগের টিম কে শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দূর্লভ সরকার। এসব উপকরন পেটেন্টের দাবীদার বলে আশাবাদী তিনি।
হ্যান্ড গ্লাভস ও স্মার্ট স্টিক তৈরীতে সফল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগ
