নিউজ ডেস্ক , ১৭ অক্টোবর : কালোবাজারি রুখতে রান্নার গ্যাস বুকিং নিয়মে ফের বদল আনল কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেবল রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মিসড কল করলেই গ্যাস বুকিং হয়ে যায়। তবে আগামী পয়লা নভেম্বর থেকে আর এই নিয়মে গ্যাস বুকিং করা যাবে না। নয়া নিয়ম না মানলে গ্রাহকের বাড়িতে গ্যাসের সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক কি সেই নতুন নিয়ম –
রান্নার গ্যাসের সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিতে নতুন যে নিয়ম চালু হতে চলছে তার পোশাকি নাম ডেলিভারি অথেনটিকেশন কোড বা DAC । এই ব্যবস্থায় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। গ্যাস ডেলিভারির জন্ম যে ব্যাক্তি বাড়ীতে যাবে তাঁকে কোম্পানির পাঠানো সেই কোডটি জানাতে হবে। গ্রাহক এবং ডেলিভারি পার্সনের কোড মিলে গেলে তবেই গ্রাহককে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। যদি গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে গ্রাহকের মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট না থাকে তবে সেক্ষেত্রে ডেলিভারি বয়ের কাছে থাকা অ্যাপের মাধ্যমে সহজেই ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করা যাবে।
উল্লেখ্য, ইতিমধ্যে কোলকাতার বেশ কিছু এলাকায় এই নিয়ম চালু হয়ে গিয়েছে। কালোবাজারি রুখতে আগামী ১ নভেম্বর থেকে দেশের ১০০টি স্মার্ট শহরে এই নতুন নিয়মে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।