সারের কালোবাজারি বিক্ষোভে চাষীরা

নিউজ ডেস্ক ,২৮ইনভেম্বেরঃ রবিচাষের মরসুমে অমিল সার। সেই সুযোগে সারের কালোবাজারি করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এই অভিযোগে সোমবার পুরাতন মালদার ৮মাইল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল চাষীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সারের দাম বাড়িয়ে বিক্রি করে আসছেন ব্যবসায়ীরা। এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেয় কৃষকেরা। এরপরই সরকারি তরফে সারের দাম নির্দিষ্ট করে দেওয়ার পর থেকেই মিলছে না সার। এই সমস্যা নিয়ে জেলাশাসকের কাছে কৃষকদের তরফে ডেপুটেশন দেওয়া হলেও সারের সমস্যার সমাধান হয়নি। একারণেই এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কৃষকেরা। অবিলম্বে এই সমস্যার সমাধান চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা।

Next Post

পথ দূর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

Tue Nov 29 , 2022
নিউজ ডেস্ক,২৯ইনভেম্বেরঃ মোটরবাইকে চেপে শ্বশুরবাড়ি আসার পথে বোলেরো গাড়ির ধাক্কায় প্রান গেল এক যুবকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার পাতনোর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপরে। ডালখোলার শ্রীপল্লীর বাসিন্দা প্রসেনজিৎ সিনহা নামের ঐ যুবক বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবার সূত্রের খবর, এদিন বাইকে চেপে পানিশালায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসছিলেন প্রসেনজিৎ। […]

আপনার পছন্দের সংবাদ