নিউজ ডেস্ক ,২৮ইনভেম্বেরঃ রবিচাষের মরসুমে অমিল সার। সেই সুযোগে সারের কালোবাজারি করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এই অভিযোগে সোমবার পুরাতন মালদার ৮মাইল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল চাষীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সারের দাম বাড়িয়ে বিক্রি করে আসছেন ব্যবসায়ীরা। এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেয় কৃষকেরা। এরপরই সরকারি তরফে সারের দাম নির্দিষ্ট করে দেওয়ার পর থেকেই মিলছে না সার। এই সমস্যা নিয়ে জেলাশাসকের কাছে কৃষকদের তরফে ডেপুটেশন দেওয়া হলেও সারের সমস্যার সমাধান হয়নি। একারণেই এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কৃষকেরা। অবিলম্বে এই সমস্যার সমাধান চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
রবিবার অনুষ্ঠিত হল তৃণমূলের বুথ ভিত্তিক কর্মীসভা
-
2 years ago
একত্রবাস রোগী ও ইঁদুরের
-
3 years ago
জলসংকটে হাসপাতালে রোগীরা, ক্ষোভ পরিজনদের মধ্যে