করোনা আক্রান্ত পুলিশ কমিশনার

করোনা আক্রান্ত পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী :  বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা৷ দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় সেই গোড়া থেকে সামনের সারিতে থেকে লড়াই করছেন পুলিশ কর্মীরা। এবারে এই মারণ ভাইরাস থাবা বসালো কলকাতা পুলিশের শীর্ষ মহলে। করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা৷

বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
সুত্রের খবর, বিগত কিছুদিন যাবৎ সামান্য অসুস্থ বোধ করছিলেন অনুজ শর্মা। কোভিডের মৃদু উপসর্গের সঙ্গে জ্বরেও আক্রান্ত হন তিনি। এরপর বুধবার তিনি কোভিড-১৯ পরীক্ষা করান, বৃহস্পতিবার সেই রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে।
গত ২৪ ঘণ্টায় যাঁরা অনুজ শর্মার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে কোয়ারিন্টিনে পাঠানোর পাশাপাশি লালবাজারে পুলিশ কমিশনারের ঘর স্যানিটাইজ করা হয়েছে।

Next Post

রুদ্ধশ্বাস ফাইনালে জয়ী নাইট রাইডার্স

Fri Sep 11 , 2020
নিউজ ডেস্ক,  ১১ই সেপ্টেম্বর :  দামামা বেজে গিয়েছে ড্রিম ইলেভেন আই পি এল ২০২০ র। সংযুক্ত আরব আমিরসাহির মাটিতে পৌছে গিয়েছে গতবারের আই পি এল জয়ী মুম্বাই ইন্ডিয়ানস থেকে শুরূ করে কে কে আরের তারকারা। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরূ করেছে তারা। অপরদিকে জনশূন্য স্টেডিয়ামে চলছে অষ্টম বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(Cpl)। লিগের […]

আপনার পছন্দের সংবাদ