শ্বশুর বাড়িতে ফেসবুক লাইভে আত্মঘাতী জামাই

নিউজ ডেস্ক, বালুরঘাট, ১২ই সেপ্টেম্বর : ফেসবুক লাইভে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন জামাই। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার অন্তর্গত মধুপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শুভাশিষ মার্ডি (৩২)। তার বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত আমরাইলের চক আন্ধারু এলাকায়। তিনি কুমারগঞ্জের সফরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মানসিক অবসাদের কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন মৃত ওই ব্যক্তির পরিবার এবং সহকর্মীরা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। তবে কী কারণে আত্মঘাতী হলো ওই ব্যক্তি তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে ওই শিক্ষকের সাথে ম্যারেজ রেজিস্ট্রি হয় মধুপুর এলাকায় এক যুবতীর। ওই শিক্ষকের বাবা মারা যাওয়ার কারণে আনুষ্ঠানিক ভাবে বিয়ে পিছিয়ে যায়। শ্বশুর অসুস্থ থাকার কারনে শ্বশুরবাড়িতে ওই শিক্ষকের যাওয়া আসা হত। তবে কয়েকদিন ধরে ওই শিক্ষক শ্বশুরবাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বশুর বাড়িতে তিনি ফেসবুক লাইভে আসেন। সেখানে দেখা যায়, একাকি ঘরে তিনি জানলায় গলায় গামছা লাগিয়ে আত্মঘাতী হন।

তবে সেই সময় তার স্ত্রী পাশের ঘরে ছিলেন বলে জানা গিয়েছে। রাতেই বিষয়টি সামনে আসে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। যদিও ওই মৃত শিক্ষকের সহকর্মী রাকেশ কুন্ডু জানান, বৃহস্পতিবার গভীর রাতে শুভাশিষ মার্ডি আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিল তা আমরা ফেসবুক লাইভে দেখতে পাই। এটা দেখার সাথে সাথে আমরা তাকে ফোন করি। কিন্তু সে আমাদের ফোন ধরেনি।

যদিও তার শ্বশুর বাড়ির লোকেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে হয়ত বাঁচানো সম্ভব হতো আমাদের সহকর্মীকে। মানসিক অবসাদের কারণে সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ধারণা আমাদের।যদিও কি কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।

Next Post

রাজ্য সরকারের হস্তক্ষেপে রবীন্দ্রভবন পেতে চলেছেন কালিয়াগঞ্জ বাসী

Sat Sep 12 , 2020
নিউজ ডেস্ক, কালিয়াগঞ্জ, ১২ই সেপ্টেম্বর  :  রাজ্যের মূখ্যমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বাসীর। কালিয়াগঞ্জের বিদায়ী পুরপ্রধান কার্তিক পালের আবেদন মেনে রবীন্দ্র ভবন গড়তে তিস্তা কলোনীতে জমি দিল রাজ্য সরকার। উল্লেখ্য কালিয়াগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের তিস্তা কলোনীতে বিনোদন উদ্যান গড়তে তিনবছর আগে পুরপ্রধান কার্তিক […]

আপনার পছন্দের সংবাদ