৫০ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা,পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

৫০ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা,পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

নিউজ ডেস্ক, ১১ সেপ্টেম্বর , কুশমন্ডি : পাকা রাস্তার দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত দফতরে। গ্রামবাসীরা জানিয়েছেন করঞ্জি সিনিয়র মাদ্রাসা থেকে উত্তর করঞ্জি হাটখোলা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা প্রায় কয়েক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মাটির রাস্তা হওয়ার কারণে বর্ষাকালে চলাচল করা যায় না। কাঁদায় আর জলে ওই রাস্তায় কোন যানবাহনে ঢুকতে পারে না।

রাতবিরেতে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তীব্র সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। এ ব্যাপারে করঞ্জি গ্রাম পঞ্চায়েত দপ্তরকে একাধিকবার পাকা রাস্তা করার দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদেই এদিন ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে তুমুল বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী।

আসে কুশমন্ডি থানার পুলিশও। আন্দোলনকারীদের সঙ্গে রাস্তা সংস্কার নিয়ে আলোচনায় বসেন তারা। এরপর রাস্তার দ্রুত পাকা করার আশ্বাস পেয়ে পঞ্চায়েতের গেট থেকে তালা খুলে নেন গ্রামবাসীরা। তাঁরা বলেন, প্রায় পঞ্চাশ বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চায়েতের কাছে অনেকবার অতীতে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে এলেও কোনো সুরাহা হয়নি। ফলে গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে।

অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। এদিকে কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল অবস্থা। সেজন্য গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একশো দিনের কাজে প্রকল্পে দ্রুত রাস্তা তৈরি করার এব্যাপারে পঞ্চায়েতকে তিনি নির্দেশ দিয়েছেন।

Next Post

লকডাউনে সাধারণ মানুষের পাশে ১ টাকার ডাক্তারবাবু

Fri Sep 11 , 2020
নিউজ ডেস্ক , ১১ই সেপ্টেম্বর :  করোনা পরিস্থিতিতে দিনরাত এক করে মানুষের সেবা করে চলেছেন জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষেরা। বর্তমানে যেখানে কিছু কিছু ক্ষেত্রে মানুষ ডাক্তারের ফিস দিতে সর্বস্ব হারাতে হয় এমনকি লকডাউন পরিস্থিতিতে ডাক্তারবাবু খুঁজতে নাভিশ্বাস অবস্থা অনেকের সেখানে এমন ডাক্তারও রয়েছেন যারা দিনরাত এক করে এই করোনা […]

আপনার পছন্দের সংবাদ