নিজস্ব সংবাদদাতা , বংশীহারী , ১৫ জানুয়ারী : প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার থিঙ্গুর গ্রামে। পায়েল সরকার নামে মৃত ওই কিশোরীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের যুবক মিঠুন মহন্তের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বিয়ে করতে চাপ দিলেই সে বেঁকে বসে। শেষমেষ বিয়েতে রাজি না হওয়াতেই এই পরিণতি ঘটে।
দীর্ঘদিনের সম্পর্কের পর ছেলে বিয়েতে রাজি না হওয়ায় আত্মঘাতী হল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার থিঙ্গুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত কিশোরীর নাম পায়েল সরকার (১৫)। তাঁর বাড়ি বংশীহারী থানার থিঙ্গুর গ্রামে। বংশীহারী গার্লস স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত ওই ছাত্রী। বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেও পরিবারের সদস্যরা জানতে পারেন শুক্রবার সকালে। বংশীহারী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দা ও মৃত ছাত্রীর পরিবারের লোকেদের অভিযোগ, গ্রামেরই মিঠুন মহন্ত নামে এক যুবকের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পায়েলের। কিন্তু পায়েলের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় ওই যুবকের পরিবার এই সম্পর্ক মানতে চায়নি। এমনকি বৃহস্পতিবার রাতে ঘটনার আগে ওই যুবক পায়েলকে অন্য একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সে পায়েলকে অপমান করার পাশাপাশি বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। আর এরপরই অপমানিত হয়ে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়। এঘটনায় পায়েলের পরিবারের লোকেরা অভিযুক্ত যুবক ও তার পরিবারের শাস্তির দাবিতে সরব হয়েছে। বংশীহারী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে।