নিজস্ব সংবাদদাতা , বংশীহারী , ২১ মার্চ : স্ত্রীকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হলো স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার পাঁচরাই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক গন্ডগোল হয় ওই দম্পতির মধ্যে।
তারপরই স্ত্রীকে খুন করে হাফিজুর রহমান নামে ওই ব্যক্তি বাড়িতেই আত্মঘাতী হয়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হল এক ব্যক্তি।রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাঁচরাই এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান (৪৫) ও স্ত্রী হলেন মাহমুদা খাতুন। এলাকাবাসীরা জানিয়েছেন রবিবার সকালে তারা মৃত হাফিজুর রহমানের বাড়ি থেকে শিশুদের কান্না কাটির আওয়াজ শুনতে পান। বাড়িতে প্রবেশ করতেই দেখতে পান ঝুলন্ত অবস্থায় হাফিজুর রহমানকে। পাশাপাশি কিছু সময় বাদেই নজরে আসে ঘরের ভেতর ওই ব্যক্তির স্ত্রী মাহমুদা খাতুনের রক্তাক্ত দেহ৷ স্থানীয় বাসিন্দাদের ধারণা স্ত্রীকে খুন করে পরবর্তীতে নিজেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। যদিও খুন নাকি নিতান্তই আত্মহত্যা ঘটনার প্রকৃত তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।