প্রয়াত হলেন বিশিষ্ট সি পি এম নেতা দুলাল চন্দ্র সরকার

নিউজ ডেস্ক , রায়গঞ্জ : প্রয়াত হলেন বিশিষ্ট সি পি আই এম নেতা তথা প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি দুলাল চন্দ্র সরকার। দীর্ঘদিন শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুলাল বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। কয়েকবছর ধরেই কিডনী ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি। সম্প্রতি কোভিড আক্রান্ত হয়ে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন দুলালবাবু। রবিবার মৃত্যু হয় তার। দুলাল বাবুর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।  রবিবার প্রয়াত এই বিশিষ্ট নেতাকে শেষ শ্রদ্ধা জানান সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, এবিপিটিএ -র জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন ………..প্রাচীন সাঁওতালি পুতুল নাচের শিল্প চরম সংকটে, বাঁচিয়ে রাখার আর্জি শেষ শিল্পীর

 

 

Next Post

ঘরের মাঠে নয় আই পি এল, মনখারাপ বাঙালির

Mon Aug 24 , 2020
নিউজ ডেস্ক :  করোনা আবহে থমকে গিয়েছে সবকিছু। এমনকি সাময়িক স্থগিত রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট সুপারলিগ আই-পি-এল। তবে ভারতের মাটিতে নয় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরূ হবে আই-পি-এল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস। কোলকাতা নাইট রাইডার্স ২১ […]

আপনার পছন্দের সংবাদ