Advertisements

নিউজ ডেস্ক,১৯ইনভেম্বের :মর্মান্তিক পথদূর্ঘটনায় প্রান গেল পিকাপ ভ্যানের মালিক ও চালকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কালোমাটিয়া এলাকায়। মৃতরা হল কেতাব শেখ (৩১) ও রাম মন্ডল (২৬)। ২ জনই পুরাতন মালদার বাসিন্দা। জানা যায়, এদিন গাড়ি নিয়ে ২ জনেই বহরমপুর থেকে রায়গঞ্জের দিকে আসছিলেন। পথে গাড়িটির একটি চাকা ফেটে যায়। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে তারা চাকা লাগাচ্ছিন। সেসময় পেছন থেকে অপর একটি গাড়ি এসে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় প্রান হারান ২ জনই। দেহ ২টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
