নিউজ ডেস্ক ,২৩ই জানুয়ারিঃ যথাযোগ্য মর্যাদার সাথে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ মহাসমারোহে বীর স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলো। এদিন সকালেই রায়গঞ্জ শহরের আশা টকিজ সংলগ্ন এলাকায় নেতাজীর মূর্তির পাদদেশে নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ প্রশাসক অরিন্দম সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, পুরসভার কো-অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা, রতন মজুমদার সহ অন্যান্য কো-অর্ডিনেটরগন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ প্রশাসক অরিন্দম সরকার সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর দেশের স্বাধীনতায় নেতাজীর অবদান এবং দেশের অগ্রগতিতে সুভাষ বসুর আদর্শের কথা তুলে ধরেন রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর নানান কর্মসূচির কথা তুলে ধরেন।অনন্য দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু আজও এদেশের সর্বত্র সাধারণ মানুষের সমাজ মুক্তির সংগ্রামে প্রেরনার অন্যতম উৎস। দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনে এই মহান বিপ্লবীর অবদানকে স্মরণীয় করে তুলতে সোমবার তাঁর ১২৬ তম জন্মজয়ন্তীতে এক বিশেষ বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করলো রায়গঞ্জ নেতাজী সুভাষ চন্দ্র বসু ইনস্টিটিউট। এদিন সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গনে নেতাজী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় মালদার 11 Bengal B N ব্যাটেলিয়নের আর্মি ব্যান্ড, রায়গঞ্জ শহরের বিভিন্ন স্কুলের এনসিসি বাহিনী এবং অসংখ্য স্কুল ছাত্রছাত্রী সহ দেশপ্রেমিক মানুষ অংশ নেয়। রায়গঞ্জ নেতাজী সুভাষ চন্দ্র বসু ইনস্টিটিউটের সম্পাদক সনাতন দত্ত বলেন, দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী আমরা কোভিড পরিস্থিতির কারনে তেমনভাবে পালন করতে পারিনি। তাই এবছর নেতাজীর ১২৬ তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করছি।এর পাশাপাশি এদিন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জ শহরের কসবা মোড়ে নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ও উপ প্রশাসক অরিন্দম সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, চৈতালি ঘোষ সাহা সহ পৌরসভার একাধিক কো-অর্ডিনেটর, সংলগ্ন মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং শহরের বিশিষ্ট মানুষজন। সেখানে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিরা। এদিন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর পূর্নাবয়ব মূর্তির উন্মোচন করা হল দেবীনগর স্পোর্টিং ক্লাবের ময়দানে। মূর্তির সাথে কিছুটা সৌন্দর্য্যায়নেরও ব্যবস্থা করা হয়। এদিন মূর্তির উদবোধন করেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ডি, এন মজুমদার। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, ২৭ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রসেনজিত সরকার সহ অন্যান্যরা। এদিন মাল্যদান ও পুস্পার্ঘ্য প্রদান করে নেতাজীকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত অতিথিরা।এছাড়াও অনুষ্ঠানস্থলে একাধিক বৃক্ষরোপন করেন পৌর প্রশাসক ও উপ প্রশাসক। সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় পরিবেশ সচেতনতার বার্তা। এছাড়াও সোমবার রায়গঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়গুলিতেও সাড়ম্বরে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশ নায়ককে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও। সোমবার বিভিন্ন বিদ্যালয়গুলিতে সাড়ম্বরে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। এদিন রায়গঞ্জ শহরের কাঞ্চন পল্লী প্রাথমিক বিদ্যালয় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশ নায়ক কে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানওসারা রাজ্যের পাশাপাশি সোমবার যথাযোগ্য মর্যাদার সাথে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজী মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন শ্রদ্ধা জানান রায়গঞ্জের ব্যাবসায়ী প্রতিনিধিরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, সভাপতি ডাঃ শান্তনু দাস সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে নেতাজী জন্মজয়ন্তী পালন করলো বাস ও মোটর কর্মীরা। সেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার। নেতাজীর প্রতিকৃতীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান জেলা তৃনমূল নেতা অরিন্দম বাবু।
নেতাজীর জন্মজয়ন্তীতে রায়গঞ্জবাসীর শ্রদ্ধার্ঘ্য
