নিউজ ডেস্ক , ১৬ইজানুয়ারী :বিদ্যালয়ের সহ শিক্ষিকা কে চূড়ান্ত হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যার। প্রতিবাদে সরব হলেন গ্রামের সাধারণ মানুষ। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ে। অসহায় ওই শিক্ষিকার নাম সুভদ্রা সরকার। ২০২১ সালে তিনি এই বিদ্যালয় যোগ দেন। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সাতজন। সোমবার বিদ্যালয় বিক্ষোভ দেখান বেশকিছু গ্রামবাসী। তাদের অভিযোগ প্রধান শিক্ষক প্রবীর দেব বর্মন সুভদ্রা দেবীর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়। রেজিস্টার খাতায় সই করা থেকে শুরু করে ঘরে বসতে দেওয়া এমনকি শৌচালয় ব্যবহার করার ক্ষেত্রেও তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। এরই পাশাপাশি বিদ্যালয় নিয়মিত পঠন-পাঠন, মিড মিল সহ একাধিক ক্ষেত্রে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন় গ্রামবাসীরা। তারা প্রধান শিক্ষকের বদলির দাবি জানিয়েছেন।এদিন সংবাদমাধ্যমের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হন সহ শিক্ষিকা সুভদ্রা সরকার। মিড-ডে-মিল পরিষেবা নিয়েও অসন্তোষ ব্যক্ত করেছেন তিনি।যদিও এই সমস্ত অভিযোগ কে মিথ্যে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক প্রবীর দেব বর্মন।
বিদ্যালয়ের সহ শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সরব গ্রামবাসীরা
