নিউজ ডেস্ক, ১৬ অক্টোবর : এবার করোনায় আক্রান্ত বলিউডের প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু তার আগেই করোনায় আক্রান্ত হলেন তিনি। দ্রুত তাঁর আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় প্রার্থণা জানিয়েছেন শানু ভক্তরা। জানা গেছে কয়েকদিন ধরেই তাঁর হাল্কা জ্বর ছিল। শরীরও দুর্বল ছিল কিছুটা। কিন্তু করোনার অন্য কোনও উপসর্গ ছিল না। এবিষয়ে শানুর ম্যানেজার জগদীশ ভরদ্বাজ জানিয়েছেন বৃহস্পতিবার দুবাই হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা ছিল কুমার শানুর। কিন্তু উড়ান ধরার আগে তাঁকে করোনা পরীক্ষা করাতে হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এঘটনায় শুধু তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফরই বাতিলই হল না, তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।