বলিউডে মাদক মামলায় তদন্ত অব্যাহত

নিউজ ডেস্ক, ১৮ অক্টোবর :    বলিউডের মাদক মামলার তদন্তে বৃহস্পতিবার NCB আরও এজ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জয় মোদক। মাদক কারবারে সক্রিয় ভাবে জড়িত সে। অভিযোগ মুম্বাইতে মাদক সরবরাহ করে জয়।

এক্সেকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ প্রসাদ এবং আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে
জয়ের নাম উঠে আসে। জয়ের নাইজেরিয়ায় যোগাযোগ ছিলো। সেখান থেকে মাদক আসতো।
NCB রিপোর্ট অনুযায়ী জয় মোদক নিজের জন্য কোকেন সংগ্রহ করতেন এবং তার বন্ধুদেরও তা বিতরণ করতেন। ক্ষিতিশ প্রসাদ এবং অঙ্কুশ আর্নেজার সাথে কোকেন, হ্যাশিশ সেবন ও বিতরণে জড়িত ছিলো জয়। রাহিল বিশ্রাম যাকে ইতিপূর্বে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো তার সাথে জয়ের যোগসূত্র রয়েছে। টাকার বিনিময়ে ড্রাগ সরবরাহ করত জয়। এফআইআর নং 16/20 এর অধীনে এখনও প্রায় 20 জনকে গ্রেপ্তার করেছে NCB। একই মামলায় রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্ত সিং রাজপুতের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ড্রাগ সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে অর্ণেজা ও বিশ্রাম-এর বিরুদ্ধে। উল্লেখ্য, রিয়া এবং স্যামুয়েলকে সম্প্রতি বোম্বাই হাইকোর্ট এই মামলায় জামিন মঞ্জুর করে যদিও শৌভিক চক্রবর্তী এখনও জেল-এ রয়েছেন।

Next Post

বিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের তিন প্রভাবশালী নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

Sun Oct 18 , 2020
নিজস্ব সংবাদদাতা,  দক্ষিণ দিনাজপুর, ১৮ অক্টোবর : দল বিরোধী কাজের অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার তিন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল বর্তমান জেলা নেতৃত্ব। শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা, এই তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি গৌতম দাস। সামনেই […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম