মিঠুন চক্রবর্তীর রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ সর্বোচ্চ আদালতের

মিঠুন চক্রবর্তীর রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ সর্বোচ্চ আদালতের

নিউজ ডেস্ক, ১৫ অক্টোবর :   প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর রিসর্ট ভেঙ্গে ফেলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য এর আগে ২০১১ সালে মাদ্রাজ হাইকোর্টও এই একই রায় দিয়েছিল। আর হাইকোর্টের সেই রায় কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মিঠুন চক্রবর্তী।

অবশেষে মাদ্রাসায় কোর্টের রায় বহাল রেখে মিঠুন চক্রবর্তীর মাদুমলাই ফরেস্টে অবস্থিত রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু মিঠুন চক্রবর্তীর একার নয়, এলিফ্যান্ট করিডোর বা হাতি চলাচলের রাস্তায় যে সমস্ত রিসর্ট রয়েছে সেগুলো সব ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে৷ তামিলনাড়ুর নীলগিরির পাহাড়ি অঞ্চলের মাদুমলাই ফরেস্টে সুরক্ষিত স্থানে মিঠুন চক্রবর্তী সহ প্রভাবশালী প্রচুর সেলিব্রেটি সেখানে তৈরি করে রিসর্ট। মূলত হাতি চলাচলের রাস্তা বা এলিফ্যান্ট করিডোরের উপর রির্স্টগুলি নির্মাণ হয়েছে বলে অভিযোগ ওঠে। এনিয়ে তদন্ত শুরু করে তামিলনাড়ু সরকার। সেই রিপোর্টের ভিত্তিতে মাদ্রাজ হাইকোর্ট ২০১১ সালে সমস্ত রিসর্ট গুলি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এরপর অভিনেতা মিঠুন চক্রবর্তী মাদ্রাস হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অবশেষে সুপ্রিম কোর্টও মাদ্রাস হাইকোর্টের রায়কে সিলমোহর দিয়ে জানিয়ে দিল হাতি চলাচলের রাস্তা বা এলিফ্যান্ট করিডোরের উপর কোনরকম রিসর্ট থাকবে না এব্যাপারে সমস্ত রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ জানা গেছে রিসর্ট তৈরির কারণে মাদুমলাই ফরেস্টে ক্রমাগত সাধারণ মানুষ ও পর্যটকদের আনাগোনা বাড়ছে। এছাড়াও জনবসতি গড়ে উঠছে সেখানে৷ ফলে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে মাঝে মধ্যেই। এমনকি তাদের বাস্তু তন্ত্রের উপর প্রভাব পড়ছে বলেও অভিমত পরিবেশবিদ ও বন্যপ্রাণ পর্যবেক্ষকদের৷ যদিও সুপ্রিম কোর্টে মিঠুন চক্রবর্তী জানিয়েছিল তাঁর রিসর্ট থেকে আদিবাসীরা জীবন জীবিকা নির্বাহ। তাঁর রিসর্ট ভাঙা পড়লে আদিবাসীরা ভীষণ সমস্যায় পড়বেন। তবে সুপ্রিম কোর্ট তাঁর এই আবেদন খারিজ করে দিয়ে রিসর্ট ভাঙ্গার নির্দেশ দেয়।

Next Post

৭৬ বছরের পুরোনো পুজোকে ঘিরে উন্মাদনা ইটাহারে

Thu Oct 15 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৫ অক্টোবর :  পুজোর বাকি মাত্র কয়েকদিন। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের। এবছর করোনা […]

আপনার পছন্দের সংবাদ