নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে বিহারে। দ্বিতীয় দফার নির্বাচনে লড়ছেন ১৪৬৩ জন প্রার্থী৷ এর মধ্যে ভাগ্য নির্ধারণ হচ্ছে লালুর দুই পুত্র তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদবের৷ মোট ১৭ টি জেলায় ৯৪ টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে৷ রাজনৈতিক মহলের ধারণা বিহার বিধানসভা ভোটের ফল বদলে দিতে পারে আগামীদিনের জাতীয় রাজনৈতিক সমীকরণ৷
দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা বিহারে৷ মঙ্গলবার ৯৪ টি আসনে সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়। তবে ধীর গতিতে চলছে ভোটগ্রহণ পর্ব। এবারই মহাগঠবন্ধন নেতা তেজস্বী যাদবের কেন্দ্র মাধোপুর কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এই কেন্দ্র থেকেই জিতেছিলেন লালুপ্রসাদ, রাবড়ি দেবী। তাদের উত্তরসুরী হিসেবে তেজস্বী কতটা সফল হবেন তা সময়ই বলবে। পাশাপাশি তেজস্বীর ভাই তেজপ্রতাপ আর চারজন মন্ত্রীরও ভাগ্যপরীক্ষা হচ্ছে এই দফায়। বিহারশরিফে কংগ্রেসের টিকিটে লড়ছেন শত্রুঘ্ন সিনহার ছেলে লব। এই দফায় মোট প্রার্থী ১৪৬৩ জন। আরজেডির মোট প্রার্থী ৫৬, এলজেপির ৫২, বিজেপির ৪৬, জেডি (ইউ)-এর ৪৩, কংগ্রেসের ২৪ জন, সিপিআই ও সিপিএমের ৪ জন করে প্রার্থী রয়েছেন এই পর্বে। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারপর্বও৷ তেজস্বী যাদব বলেছেন, এবার পরিবর্তনের সুনামি বইছে বিহারে। মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দেবেন। বিজেপির পক্ষে প্রচারের প্রধান দায়িত্ব নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ২ দিনে সাতটি সভা করেছেন। মঙ্গলবারও সভা করবেন বিহারে। মোদি ছাড়াও যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডা থেকে শুরু করে রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো বহু হেভিওয়েট নেতা বারবার প্রচারে করছেন বিহারে।