নিউজ ডেস্ক, ০৩ নভেম্বর : দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও বাড়বাড়ন্ত কমছে না কোভিড-১৯ এর। এই মারণ ভাইরাস একের পর এক প্রাণ কাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত ব্যাক্তিত্বদের। এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সতীশ প্রসাদ সিং।
সোমবার দুপুর ১:৩০ নাগাদ দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। উল্লেখ্য সতীশ প্রসাদ সিং এর স্ত্রী সিংহের স্ত্রী জ্ঞান কালা দেবী ২৭শে অক্টোবরে দিল্লির অন্য একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান। ১৯৮৮ সালে মাত্র পাঁচ দিনের জন্য বিহারের ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সতীশ সিং।
প্রথমবারের বিধায়ক হওয়া সত্ত্বেও সিং একটি জোট সরকারের নেতৃত্ব দিয়েছিলেন এবং ১৯৮৮ সালের ২৮ জানুয়ারী থেকে ১লা ফেব্রুয়ারি ১৯৬৮ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৮০ সালে কংগ্রেসের টিকিটে খাগরিয়া আসন থেকে সংসদীয় নির্বাচনে জয়লাভ করে তিনি লোকসভার সদস্য হন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর শোকের আবহ রাজনৈতিক মহলে।