দেশে ব্রাহ্মণ সন্তান বাড়াতে বিতর্কিত ঘোষণায় শোরগোল।ব্রাহ্মণ দম্পতিরা ৪ সন্তানের বাবা-মা হলেই মিলবে ১ লক্ষ টাকা পুরস্কার। সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া বলেছেন,“আমি তরুণদের প্রতি আশাবাদী, প্রবীণদের নিয়ে ভাবি না।
স্যালাইন ঘিরে উদ্বেগ মেডিকেল কলেজে
মন দিয়ে শুনুন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরেই। তরুণরা একটি সন্তানে সন্তুষ্ট হচ্ছেন। এটাই সমস্যার। আমি আপনাদের কাছে অনুরোধ করছি—কম করে চারটি সন্তান করুন।” যে দম্পতির চার সন্তান হবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার দেবে পরশুরাম বোর্ড। তিনি আরও নাকি বলেছেন,“আমি বোর্ডের সভাপতি থাকি বা না থাকি, এই পুরস্কার দেওয়া হবে।” মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। বোর্ডের এই পদটি মন্ত্রী পদের সমান।ফলে তাঁর বক্তব্য ঘিরে শোরগোল পরে গিয়েছে।