নিউজ ডেস্ক, ২১ এপ্রিল : দেশজুড়ে ক্রমশই নিজের থাবা বিস্তার করছে করোনা ভাইরাস। আক্রান্তের সাথে রোজই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এই পরিস্থিতিতে ১৮ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। অন্যদিকে, বেসরকারি হাসপাতালেও করোনা টিকা পাওয়া যাবে বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু ওই ভ্যাকসিনের দাম কত হবে এনিয়ে আগ্রহ রয়েছে গোটা দেশেরই।এর মধ্যেই সিরাম ইনস্টিটিউট জানিয়ে দিল, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্র অবশ্য প্রতি ডোজ টিকা পাবে আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ১৫০ টাকাতেই। অন্য দিকে বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়।সিরাম ইনস্টিটিউটের দাবি, বিদেশে যা দাম তার থেকে অনেক কম দামে টিকা দিচ্ছে তারা। সংস্থার দাবি, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে ৭০০ থেকে দেড় হাজার টাকা।কেন্দ্রীয় সরকার টিকাকরণে নতুন নীতি ঘোষণা করার সময় জানিয়েছিল, নির্মাতা সংস্থাগুলি যা ভ্যাকসিন উৎপাদন করবে তার ৫০ শতাংশ দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে বাকি ৫০ শতাংশ রাজ্য ও খোলা বাজারে বিক্রি করা যাবে।সেরাম ইনস্টিটিউট নিজেদের বয়ানে বলেছে যে, আগামী দুই মাস কেন্দ্র আর রাজ্য সরকারকে বিশাল সংখ্যক ভ্যাকসিন উপলব্ধ করা হবে। ৪ থেকে ৫ মাসের মধ্যে ভ্যাকসিনের প্রোডাকশন বাড়ার সাথে সাথে রিটেল বাজারেও ভ্যাকসিন দেওয়া হবে।উল্লেখ্য, এতদিন বেসরকারি হাসপাতালে গেলে ৫০০ টাকাতেই দু’ডোজ টিকা মিলত। সরকারি হাসপাতালে যা পাওয়া যেত বিনামূল্যে। তবে এবার ১৮ বছরের বেশি বয়সীদের টিকা নিতে গেলে ৩-৪ গুণ বেশি হতে পারে দাম।যদিও মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সবচেয়ে সস্তা ভ্যাকসিন ভারতে। সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।”