নিউজ ডেস্ক : গোটা দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এবারে করোনা আক্রান্ত হলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শিবু সোরেন ও তার স্ত্রী রুপি সোরেন। করোনা সংক্রমণ থাকায় শুক্রবার তাদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। শনিবার তাদের দুজনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, শিবু সোরেনের বাড়ির কয়েকজন নিরাপত্তারক্ষীরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তার মন্ত্রীসভার এক সদস্যও করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন তারা। করোনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তার এবং তার স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তারা। দুজনের অবস্থাই আপাতত স্থিতিশীল।