fbpx

আজও সুপার হিট হোলির এই গান গুলো

নিউজ ডেস্ক , ২৯ মার্চ : বসন্তের ঋতুরাজে রঙিন হয়ে ওঠার পালা আট থেকে আশি সকলের৷ প্রথমদিন দোল পালিত হয়েছে। আজ হোলি খেলা। একে অপরকে রাঙানোর দিন। আকাশে বাতাসে তাই রঙের গন্ধ। যেখানে রঙিন হয়ে উঠবে আপনার মনও৷ কিন্তু শুধু রঙ দিয়ে মাখালে কি রঙ খেলা হয়? তার সঙ্গে যদি হোলির হিন্দি গান না বাজে? তাই আজ একদিকে ভাঙ, অন্যদিকে গান। হোলির যে গান না শুনলে অসম্পূর্ণ থেকে রঙের উৎসবটাই। আজ থাকল বলিউডের কিছু হোলির সুপার হিট গান। যে গান বাজলে এই রঙের উৎসবে নেচে উঠতে পারে আপনার মনও।

১)  রং বরসে (সিলসিলা)- আজও সুপার ডুপার হিট অমিতাভের ব্যারিটোন ভয়েস আর রেখার নাচ। ‘সিলসিলা’  ছবির এই গান ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় রঙ খেলা। “আরে সোনে কে থালি মে যোনা পারোসা…খায়ে গৌরী কা বালম তরসে রং বরসে।”

২) আজ না ছোড়েঙ্গে (কাটি পতঙ্গ)- রাজেশ খন্নার দুষ্টুমি আর লাজুক আশা পারেখ। হোলির খুনসুটি। জোর করে রাঙিয়ে দেওয়া। লজ্জায় আর রঙে তখন লাল নায়িকা। এই গানও সুপারহিট বছরের পর বছর ধরে।

৩) বালম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)- রণবীর-দীপিকার অনস্ক্রিন রোম্যান্স নতুন প্রজন্মের কাছে আজও হিট এই গান। “সিধি সাধি ছোড়ি শারাবি হো গ্যায়ি…” যা এককথায় অনবদ্য।

৪) হোলি কে দিন (শোলে)- “দুশমন ভি গলে মিল যাতে হ্যায়…” সত্যিই তাই রং ঘুচিয়ে দেয় বিভেদ । আর এ তো হল জয়-বীরুর ‘দোস্তি’! সঙ্গে বাসন্তীর প্রেম।

৫) অঙ্গ সে অঙ্গ লাগানা (ডর)- হোলির দিন হতে পারে অনেক কিছুই। তাই সাবধান।

৬) ডু মি আ ফেভর, লেটস প্লে হোলি (ওয়াক্ত- রেস এগেইনস্ট টাইম)- বেশি কিছু না, শুধু এই ‘ফেভরটুকু’ করলেই আজকের দিনটা সার্থক। “রং খেলবে আমার সাথে?” একে অপরকে এমনটাই বলেছিল অক্ষয়-প্রিয়ঙ্কা। এই তো সুযোগ নতুন বন্ধুত্ব পাতানোর!

৭) হোলি খেলে রঘুবীরা (বাগবান)- প্রৌঢ়ত্বেও অমলিন হোলির রং। আর তাই তো রং খেলায় মেতে ওঠেন অমিতাভ-হেমা।

৮) আরে যা রে হট নটখট (নবরং)- কয়েক দশকের পুরনো এ গান আজও সমান হিট।

৯) হোলি আয়ি রে কানহায়ি (মাদার ইন্ডিয়া)- কালজয়ী সিনেমা ‘মাদার ইন্ডিয়া’ । ছবিতে রাজ কুমার ও নার্গিসের হোলি খেলা আজও সমান জনপ্রিয়।

১০) দেখো আয়ি হোলি (মঙ্গল পান্ডে)- ছবি সেভাবে হিট না হলেও গান কিন্তু হিট। হিট আমির খান আর রানি মুখার্জির হোলি খেলাও।

Next Post

বংশীহারি রামকৃষ্ণ আশ্রমের চুরি যাওয়া সরস্বতী মূর্তি সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার, ধৃত এক নাবালক

Mon Mar 29 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা , বংশীহারি , ২৯ মার্চ : রামকৃষ্ণ আশ্রমের মন্দির থেকে চুরি যাওয়া পিতলের সরস্বতীর মূর্তি সহ বেশকিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ৷ বুনিয়াদপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ায় অবস্থিত রামকৃষ্ণ […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!