নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ০৭ অক্টোবর : ফের বড়োসড়ো সাফল্য মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিশ। জাল আধার কার্ড তৈরির ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। বিশেষ সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চন্ডিপুর মার্কেটের একটি দোকান থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ধৃতদের নাম অভিজিৎ দাস (৩৮) এবং আব্দুল রোফ (৩২)। দুজনেরই বাড়ি তুলসিহাটা এলাকায়। এদের বিরুদ্ধে অভিযোগ এরা জাল আধার কার্ড তৈরির কাজ করছিল। আধার কার্ড তৈরির জন্য বেশকিছু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়েছিল এই দুই যুবক। কিন্তু যেগুলি তৈরি করেছে সবকটিই জাল আধার কার্ড। চন্ডিপুর মার্কেটে একটি দোকান খুলে এইকাজ চালাচ্ছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেফতার করে। এবিষয়ে শেখ তালিম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা জাল আধার কার্ড তৈরি করছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আইন অনুযায়ী এদের শাস্তি হোক এটাই চাইবো। পুলিশ সুত্রে জানা গিয়েছে , ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।