প্রত্যন্ত গ্রামাঞ্চলে বস্ত্র বিতরণ মানিকচক থানার পুলিশকর্মীদের উদ্যোগে

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২২ অক্টোবর :  শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ। বৃহস্পতিবার মহাষষ্ঠীর দিন মানিকচক থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে মানিকচক থানার পুলিশ মানিকচকের প্রত্যন্ত এলাকায় গ্রামগুলিতে গিয়ে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

বুধবার থেকে মানিকচক এর বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করেন পুলিশকর্মীরা পাশাপাশি বৃহস্পতিবারও বস্ত্র বিতরণ করেন মানিকচক থানার পুলিশকর্মীরা। এদিনের কর্মসূচীতে ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। গৌতমবাবু জানান, উৎসবের দিনে মানুষের মুখে হাসি ফোটাতে মানিকচক থানার পুলিশ বিভিন্ন গ্রামে গিয়ে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করছে। দুর্গাপুজো উপলক্ষে মানিকচকের বিভিন্ন গ্রামীণ এলাকায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। যাতে শারদীয়ার আনন্দ তারা উপভোগ করতে পারে। তাই তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। বুধবার থেকে মানিকচকের মথুরাপুরে চৌকি মিরদ্দাপুর, নুরপুর সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচী চলে। পুজোর দিনগুলিতে অন্যান্য এলাকাগুলিতেও এই কর্মসূচী চলবে।

Next Post

উত্তরপত্র পুনর্মূল্যায়ণে মেধা তালিকায় স্থান পেলো চাঁচলের ছাত্রী

Thu Oct 22 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২২ অক্টোবর :  পুনর্মূল্যায়ণের পর মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল চাঁচলের আদর্শপল্লীর বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী রোজা পারভীন। এবারের মাধ্যমিক ৬৮১ নম্বর পায় সে। মাত্র দু নম্বরের জন্য মেধা তালিকায় নাম আসেনি তার। ইংরেজি ও ইতিহাসে আশানুরূপ ফল না পাওয়ায় পুনর্মূল্যায়ণের আবেদন করে সে। বুধবার পর্ষদ […]

আপনার পছন্দের সংবাদ