
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২৬ জানুয়ারী : দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় সোশাল মিডিয়ায় আত্মঘাতী হলো প্রেমিকা। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের মহামায়া ক্লাব পাড়া এলাকায়। মৃত যুবতীর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও মারধরের অভিযোগ আনা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ এনেছে মৃত যুবতীর পরিবার।
ফের সোশাল মিডিয়ায় অনলাইনে আত্মহত্যার ঘটনা ঘটল বালুরঘাটে। গত ২১ শে জানুয়ারি প্রেমিককে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে, দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বালুঘাট শহরের চকভবানী এলাকার মহামায়া ক্লাব পাড়া এলাকার এক কলেজ ছাত্রী। জানা গেছে মৃত যুবতী বালুরঘাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ, দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করায় আত্মঘাতী হয় ওই যুবতী। মৃত যুবতীর বাড়ির পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে মারধরের অভিযোগও করা হয়েছে। অভিযুক্ত যুবক বালুরঘাটের ডাংগা পঞ্চায়েতের বিজয়শ্রী এলাকার বাসিন্দা। অভিযোগ উঠেছে, অভিযুক্ত যুবকের বাবা- কাকা পুলিশে কর্মরত হওয়ায় মৃত্যুর চার দিন হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদিও চার দিন পর এদিন বালুরঘাট থানার পুলিশ তদন্ত করতে মৃতার বাড়িতে যায়। মৃত যুবতীর পরিবারের অভিযোগ, ওই যুবকের সাথে সরাসরি ভিডিও কল এর মাধ্যমে মেয়ে আত্মঘাতী হয়। ওই যুবক তাদের মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত। এমনকি ভিডিও কলে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। ঘটনায় মৃতার পরিবার থেকে এদিন ওই অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
