নিউজ ডেস্ক,৩১ইজানুয়ারিঃমালদায় মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার আগে প্রস্তুস্তি সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো উপভোক্তারা। নিয়ন্ত্রণ হারিয়ে উপভোক্তাদের বাস পড়লো নয়ানজুলিতে। ঘটনাস্থলেই মৃত দুই মহিলা। আহত প্রায় ৩৯জন।
সোমবার রাতে মালদার পান্ডুয়ার কাছে দুর্ঘটনার কবলে পরে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। রাস্তায় দাড়িয়ে থাকা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।মৃত ওই দুই মহিলার নাম সহেলী হাসদাঁ ও নিয়তি সরকার।এদের মধ্যে সহেলী হাসদাঁ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা ও নিয়তি সরকারের বাড়ি মালদাতেই।
দূর্ঘটনায়আহত হয়েছে বাসে থাকা অন্তত ৩৯জন আরোহী।উল্লেখ্য মঙ্গলবার মালদার গাজোলে প্রশাসনিক ও সরকারি পরিষেবা প্রদানে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর্ঘটনায় আহতরা সরকারি প্রকল্পের উপভোক্তা। মালদা থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল গাজোলে মুখ্যমন্ত্রীর সভাস্থলে। কীভাবে সরকারি মঞ্চে উপভোক্তা হিসেবে সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা হবে, তারই প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।এদিন দূর্ঘটনার পরেই উদ্ধারকাজে এগিয়ে আসে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে আসে পুলিশও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।অন্যদিকে দূর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, এডিজি উত্তরবঙ্গ অজয় কুমার, মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা। আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। যদিও মৃত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানে সরকারি নিয়ম মেনে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।