নিউজ ডেস্ক , ১৬ জুন : এক মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) আনন্দ জেলায়। জানা গিয়েছে আনন্দ জেলার তারাপুর থেকে আহমেদাবাদের ভাটমন যাওয়ার যোগাযোগকারী হাইওয়েতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷
তারাপুর পুলিশ সূত্রে খবর, ভাটমন অভিমুখী একটি গাড়িতে ছিলেন দশ আরোহী। ঠিক তার উলটো দিক থেকে ছুটে আসছিল একটি ট্রাক। সেই ট্রাকটিই সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। দু’য়ের মুখোমুখি সংঘর্ষে প্রাণে বাঁচানো যায়নি গাড়ির কোনও যাত্রীকেই। ঘটনাস্থলেই প্রাণ হারান ১০ জন। যাঁদের মধ্যে ছিল কয়েকজন শিশুও। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁদের পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিল কি না তাও জানা যায় নি।