ডিজিটাল ডেস্ক : লকডাউনে আর বন্ধ থাকছে না ব্যাংক। প্রতি শনিবার ব্যাংক পূর্ণ লকডাউনেও খোলা থাকবে। ফলে স্বস্তির নিশ্বাস ফেললেন সাধারণ মানুষ। উল্লেখ্য করোনা আবহেও খোলা ছিল সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি। কিন্তু রাজ্য সরকার পূর্ণ সাপ্তাহিক দু’দিনের লকডাউন ঘোষণা করায় বন্ধ থাকছিল ব্যাংকগুলি। এতে করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। আগামীকাল থেকে প্রতি শনিবারে আর বন্ধ থাকবে না ব্যাঙ্ক।
শুধু মাত্র ব্যাঙ্কের নিয়মে ছুটি থাকবে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। ফলে নিজস্ব ছুটির নিয়ম কার্যকর হচ্ছে ব্যাংক গুলির। শুক্রবার রাজ্য অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা ঘোষণা করে।