দীর্ঘদিনের দাবীপূরন, অবশেষে চালু বিদ্যুতের সাব-স্টেশন

নিউজ ডেস্ক,  হরিশ্চন্দ্রপুর,  ২৪ সেপ্টেম্বর :  দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের সমস্যায় জেরবার ছিল মালদহের হরিশ্চন্দ্রপুরবাসি। অবশেষে দাবি পূরণ হল এলাকাবাসীদের।বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সাবস্টেশন চালু হল হরিশ্চন্দ্রপুরে।ফলে হাফ ছেড়ে বাঁচল এলাকার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে লোডশেডিং এবং ভোল্টেজের সমস্যা নিয়ে নাজেহাল হচ্ছিলো এলাকার বাসিন্দারা।অল্প বৃষ্টিতেই লোডশেডিং হয়ে যেত।আর একবার বিদ্যুৎ চলে গেলে তা আসতে দীর্ঘক্ষন সময় লাগতো। এমনকী বেশিরভাগ এলাকাতেও ঠিকভাবে ভোল্টেজও থাকতো না। তার ছিড়ে গেলে কিংবা বিকল হয়ে গেলে তা সারাই করতে দীর্ঘক্ষণ সময় লেগে যেত। সামসী পাওয়ার স্টেশন থেকে প্রায় ৩৮কিমি পথ পেরিয়ে আসতে হত হরিশ্চন্দ্রপুরে।ফলে হরিশ্চন্দ্রপুরে সাব স্টেশন চালু করার এলাকার মানুষের দাবী ছিল দীর্ঘদিনের। এই দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ।হরিশ্চন্দ্রপুরের বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রদীপ দাস বলেন, সামসি থেকে লাইন আসতে বহু সমস্যা হতো। কিন্তু এবার থেকে এখানে লাইন চালু হয়ে যাওয়ার ফলে আর সামসির উপর ভরসা করে থাকতে হবে না।

যদিও এই সাবস্টেশন চালু করা নিয়ে তৃণমূল নেতা সৌমিত্র রায় এবং হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা তাজমুল হোসেনের মধ্যে তরজা লক্ষ্য করা গিয়েছে। তাজমুল হোসেন বলেন, বিধায়ক থাকাকালীন বিধানসভায় হরিশ্চন্দ্রপুরে সাব স্টেশন চালু করার দাবিতে বহুবার সওয়াল করেছি। তৎকালীন বিদ্যুতমন্ত্রী মনীশ গুপ্ত এবং বর্তমান বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে বহুবার তদ্বিরও করেছি এনিয়ে।

অন্যদিকে তৃণমূল নেতা সৌমিত্র রায় জানিয়েছেন, বহুবার হরিশ্চন্দ্রপুরে সাব স্টেশন চালু করার জন্য বিদ্যুৎমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। যেসময় এব্যাপারে মণীশ গুপ্তর কাছে আর্জি জানানো হয় তখন তাজমুল সাহেব তৃণমূল কংগ্রেসে ছিলেন না।তবে উনি যদি এবিষয়ে চেষ্টা করে থাকেন কৃতজ্ঞতা উনারও প্রাপ্য। তবে দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়া হরিশ্চন্দ্রপুরবাসী সকলেই খুশি বলে জানান সৌমিত্রবাবু।

নিজস্ব চিত্র

Next Post

ছেলের সামনে মা'কে পুড়িয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে

Thu Sep 24 , 2020
নিউজ ডেস্ক, বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর :  নাবালক সন্তানের সামনে মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট থানার বোয়ালদাড় এলাকায়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয় বালুরঘাট জেলা হাসপাতালে। পরিবার সুত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম কাঞ্চন শীল (৩৫). অভিযোগ গত রবিবার দুপুরে স্ত্রীর […]

আপনার পছন্দের সংবাদ