মোদিকে আমেরিকায় আমন্ত্রণ ট্রাম্পের, আপাতত সম্ভব নয় জানালেন প্রধানমন্ত্রী

ডিজিটাল ডেস্কঃ জি-৭ (G7) সম্মেলন শেষে কানাডা থেকে ফেরার পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে আমন্ত্রণের প্রতি কৃতজ্ঞতা জানালেও এই সফর আপাতত সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানিয়েছেন, আগে থেকেই প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। তাই এখন ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করা যাবে না।

বিক্রম মিস্রী জানান, কানাডায় অবস্থানকালীন প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রায় ৩৫ মিনিট ফোনে কথা হয়। ফোনালাপে ট্রাম্প ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সম্পর্কেও বিশদ জানতে চান। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের শক্ত মনোভাব স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত এখন সন্ত্রাসবাদকে ছায়াযুদ্ধ (proxy war) হিসেবে দেখে না, এটি সরাসরি জাতীয় সুরক্ষার লড়াই।”

আরও পড়ুনঃ দালালদের আটকাতে কঠোর রেল, তৎকাল টিকিট বুকিংয়ে আধার-ওটিপি বাধ্যতামূলক

যদিও আপাতত মোদি ট্রাম্পের আমন্ত্রণ রাখতে না পারলেও ভবিষ্যতে দুই নেতার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য এদিনই ওয়াশিংটনে পৌঁছন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। তাঁদের মধ্যে মধ্যাহ্নভোজ ও হোয়াইট হাউসের (White House) ক্যাবিনেট রুমে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক মহলে জোর চর্চা চলছে। ঠিক তার আগেই মোদি-ট্রাম্প ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Next Post

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল নয়, জানালেন চিকিৎসকরা

Wed Jun 18 , 2025
ডিজিটাল ডেস্কঃ বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে (ICU) মাল্টি অর্গান সাপোর্টে চিকিৎসাধীন। টানা চার দিন ধরেই তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় যে মঙ্গলবার রাতে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে (Non-Invasive Ventilation) রাখতে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম