দালালদের আটকাতে কঠোর রেল, তৎকাল টিকিট বুকিংয়ে আধার-ওটিপি বাধ্যতামূলক

ডিজিটাল ডেস্কঃ রেলযাত্রীদের জন্য বড় ঘোষণা। আগামী ১ জুলাই থেকে তৎকাল রেল টিকিট কাটতে হলে বাধ্যতামূলক হবে আধার (Aadhaar) ওটিপি যাচাই। মঙ্গলবার দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও দালালমুক্ত করতে এই নতুন নিয়ম চালু করছে ভারতীয় রেল (Indian Railways)।

রেলমন্ত্রী জানান, ১ জুলাই থেকে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট (IRCTC Official Website) ও মোবাইল অ্যাপে (Mobile App) তৎকাল টিকিট কাটার সময় শুধুমাত্র আধার যাচাই করা ব্যবহারকারীরাই বুকিং করতে পারবেন। ১৫ জুলাই থেকে এই আধার-ভিত্তিক ওটিপি (OTP) যাচাই পুরোপুরি বাধ্যতামূলক হবে। এতে করে দালালদের রেল টিকিট দখল করার সুযোগ অনেকটাই কমে যাবে বলে মনে করছে রেল দপ্তর।

শুধু অনলাইন নয়, ২০২৫ সালের ১৫ জুলাই থেকে রেলের পিআরএস কাউন্টার (PRS Counter) ও অনুমোদিত এজেন্টদের (Authorised Agents) মাধ্যমেও তৎকাল টিকিট বুক করতে হলে ওটিপির মাধ্যমে যাচাই বাধ্যতামূলক করা হবে। যাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপি যাচাই হওয়ার পরেই টিকিট নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ ‘নাবালিকাকে খুন করে মাটি চাপা দেওয়ার চেষ্টা’, জনতার রোষে মৃত্যু যুবকের

এছাড়া তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার পর প্রথম ৩০ মিনিট রেলের অনুমোদিত এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। এসি শ্রেণির জন্য সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত এবং নন-এসি শ্রেণির জন্য সকাল ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত এজেন্টদের জন্য তৎকাল টিকিট বুকিং বন্ধ থাকবে। এর মাধ্যমে তৎকাল টিকিট সাধারণ যাত্রীরা সহজেই বুক করতে পারবেন।

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, এখন রিজার্ভেশন চার্ট যাত্রার ৪ ঘণ্টা আগে প্রকাশ করা হয়। কিন্তু খুব শিগগিরই যাত্রার ২৪ ঘণ্টা আগে চার্ট প্রকাশের পরিকল্পনা করছে রেল। এই প্রক্রিয়া বিকানের ডিভিশনে (Bikaner Division) পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ভালো সাড়া মিলেছে। ফলে অপেক্ষমাণ (Waiting List) ও আরএসি (RAC) যাত্রীদের সুবিধা হবে।

রেল দপ্তর মনে করছে, এই সমস্ত পরিবর্তনের ফলে তৎকাল টিকিট বুকিং আরও স্বচ্ছ হবে এবং দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমবে।

Next Post

মোদিকে আমেরিকায় আমন্ত্রণ ট্রাম্পের, আপাতত সম্ভব নয় জানালেন প্রধানমন্ত্রী

Wed Jun 18 , 2025
ডিজিটাল ডেস্কঃ জি-৭ (G7) সম্মেলন শেষে কানাডা থেকে ফেরার পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে আমন্ত্রণের প্রতি কৃতজ্ঞতা জানালেও এই সফর আপাতত সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানিয়েছেন, আগে থেকেই প্রধানমন্ত্রীর […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম