নিউজ ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির (Narendra Modi)৭০ তম জন্মদিন। এদিন সকালে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা , কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রমুখ ৷
বৃহস্পতিবার ৭০ বছরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। মহালয়ার পুণ্যলগ্নে এদিন সকালে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে৷ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে লাড্ডু বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর গুজরাটের ভাডনগরে জন্ম প্রধানমন্ত্রীর।
দীর্ঘদিন ধরে আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারের একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন। ৭ ই অক্টোবর ২০০১ থেকে ২১ শে মে ২০১৪ পর্যন্ত দীর্ঘ দেড় দশক পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। যদিও গুজরাট দাঙ্গা নিয়ে দেশের অভ্যন্তরে তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয় নি। বিদেশেও তাঁর সমালোচনা হয়েছিল। তবে বিরোধীদের সেই সব অভিযোগকে উড়িয়ে দিয়ে ২০১৪ সালে তাঁর নেতৃত্বে দীর্ঘদিন পর কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তিনিই ভারতের ১৪ তম এবং বর্তমান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানিয়েছেন দলের ছোট-বড় সমস্ত নেতাই সোশ্যাল মিডিয়াতেও তার জন্মদিনের শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করে বহু পোস্ট লক্ষ্য করা গেছে সকাল থেকেই।