নিউজ ডেস্ক , ১৭ সেপ্টেম্বর : গত কয়েক মাস ধরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলছে ভারতের। এবার সেই লাদাখেই লাউডস্পিকার দিয়ে আশ্চর্যজনক ভাবে ভারতীয় সেনাদের পাঞ্জাবি গান শোনাচ্ছে চীনের সেনারা! ব্যাপারটা শুনতে অবাক করার মত হলেও, এঘটনাই সত্যি!!!!
মনে করা হচ্ছে, সেনাদের মনোবল ভাঙতেই চীনের পক্ষ থেকে এমন অসভ্যতামি করা হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা দপ্তর জানা গিয়েছে, ষাটের দশকেও এমন পন্থা অবলম্বন করেছিল চীন।
প্রসঙ্গত, লাদাখের গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ জন সেনা নিহত হয়। এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিক বার সংঘর্ষ হয়েছে