নিউজ ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : ১৯৭৮ সালে তামিলনাড়ুর বিষ্ণু মন্দির থেকে চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তি ভারতের হাতে তুলে দিল ব্রিটেন ৷ জানা গেছে এই মূর্তিগুলি তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার বিষ্ণুমন্দিরে ছিল। সেই মন্দির থেকে রহস্যজনক ভাবে রাম, লক্ষণ ও সীতার ব্রোঞ্জের তৈরি মূর্তিগুলি চুরি হয়ে যায়। প্রায় চল্লিশ বছর আগেকার ঘটনা৷
তামিলনাড়ু থেকে চুরি যাওয়া তিনটি ব্রোঞ্জের মূর্তি অবশেষে দীর্ঘদিন পর উদ্ধার হল ব্রিটেন থেকে। জানা গেছে ১৯৭৮ সালের তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার বিষ্ণু মন্দির থেকে ওই মূর্তিগুলি চুরি হয়ে যায়। চুরির ঘটনার পর তামিলনাড়ু পুলিশ বিস্তর তদন্ত চালালেও মূল্যবান সেই মূর্তিগুলির কোনও হদিসই পাওয়া যায়নি এতকাল। ভারতের তামিলনাড়ু থেকে চুরি যাওয়া মূর্তি কিভাবে ব্রিটেনে উদ্ধার হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি চুরির ঘটনায় আন্তঃরাষ্ট্র পাচারকারীদের হাত ছিল? তবে ব্রোঞ্জের এই মূর্তিগুলি একটি হল রাম, একটি সীতা এবং অপরটি হল লক্ষণের। এই তিনটি মূর্তির দাম আন্তর্জাতিক বাজারে বিপুল টাকা। জানা গেছে রামের মূর্তিটি ৯০.৫ সেন্টিমিটারের। লক্ষ্মণের মূর্তি ৮ সেন্টিমিটার, সীতার মূর্তি ৭৪৫ সেন্টিমিটার। এই মূর্তিগুলি উদ্ধার হওয়ার পর লন্ডনে ভারতীয় হাই কমিশনের অফিসে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লন্ডন পুলিশ মূর্তিগুলি তুলে দেয় ভারতীয় হাই কমিশনের হাতে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেলও।