নিজস্ব সংবাদদাতা, চাঁচোল, ১৬ নভেম্বর : চাঁচোলের রাজা শরৎচন্দ্রের হাত ধরে শুরু হওয়া প্রায় সাড়ে তিনশো বছর প্রাচীন কালী দৌড়কে কেন্দ্র করে উৎসবে মেতে উঠলো এলাকাবাসীরা।রবিবার রাতে চাঁচলের মালতীপুর এলাকায় আয়োজিত হয় এই প্রতিযোগিতা। কথিত আছে, প্রায় সাড়ে তিনশো বছর আগে চাঁচলের রাজা শরৎচন্দ্রের আমলে এই প্রতিযোগিতার সূচনা হয়।
প্রথমে মালতীপুর বুড়ী কালীমাতা ও বাজার কালী মাতাকে নিয়ে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয।পরবর্তীতে অন্যান্য পুজো কমিটি গুলো এই প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে।রাজ আমলে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে স্থানাধীকারিদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কারে পুরস্কৃত করা হতো।যদিও এখন আর সে সব অনুষ্ঠিত হয়না। শুধু প্রথা মেনে আয়োজিত হয় কালীদৌড়।সেই ঐতিহ্য ধরে রেখেছে এলাকার মানুষ। ভক্তেরা মায়ের মৃন্ময়ী প্রতিমাকে কাঁধে চাপিয়ে গোটা গ্রামসহ একে অন্যের পুজোস্থল পরিদর্শন করেন।পরে মালতীপুর দুর্গা মণ্ডপের সামনে কালী পূজা কমিটিগুলি প্রতিমাকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এভাবে মায়েরা বোনেদের সঙ্গে দেখা করেন।প্রথমে রাজ কালী প্রতিমা বিসর্জন করা হয়। তারপরেই শুরু হয় দৌড় প্রতিযোগিতা। প্রথমে আসে হাটকালী পুজো কমিটি । তারপর শ্যামা কালী, হ্যান্টা কালী , বুড়ি কালী ও বাজার কালী । এমনকী চনকা কালী পুজো কমিটিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যদিও সরকারী নির্দেশ মেনে বাজি পোড়ানো হয়নি এবার। এমনকী মেনে চলা হয় অন্যান্য সতর্কতাও।