নিজস্ব সংবাদদাতা, মানিকচক : শিশু দিবস উপলক্ষে মালদা জেলার মানিকচক থানার পুলিশকর্মীদের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার সন্ধ্যায়। এদিনের অনুষ্ঠানে এলাকার প্রায় ১০০ জন দুঃস্থ শিশুদের মধ্যে খাতা, বই, কলম, চকলেট, মিষ্টি এবং মাক্স বিতরণ করা হয় মানিকচক থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে। উল্লেখ্য, দীপাবলীতে প্রতিবছরই এমন অনুষ্ঠানের আয়োজন করেন মানিকচক থানার পুলিশ কর্মীরা।
মানিকচকে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী সহ জেলার পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং এলাকার সমাজসেবী মানুষেরা।এবিষয়ে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী বলেন, শিশু দিবস উপলক্ষে প্রতিবারই বিশেষ কর্মসূচির আয়োজন করে মানিকচক থানার পুলিশ কর্মীরা। এবছর করোনা আবহে বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন। সে কারণেই শিশু দিবস উপলক্ষে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে একটি ছোট্ট প্রয়াস মানিকচক থানার পুলিশকর্মীদের। শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে থানা চত্বর থেকে এলাকার এলাকার প্রায় ১০০ জন দুঃস্থ শিশুদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিন দুঃস্থ শিশুদের মধ্যে কলম, খাতা, চকলেট, বই, মিষ্টি, মাস্ক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পুলিশকর্মীদের এই উদ্যোগে হাসি ফুটেছে এলাকার কচিকাচাদের। এদিনের অনুষ্ঠানে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী, পুলিশ অফিসার ফিরোজ আলম সহ জেলার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও এলাকার সমাজসেবী মানুষেরা উপস্থিত ছিলেন।