নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৭ নভেম্বর : চোরাই মোবাইল সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার রাতে তাদের দুজনকে ধরে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪৮ টি নামিদামি কোম্পানির মোবাইল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাহেব দাস ও দেবব্রত সরকার। সাহেব ইংরেজবাজার থানার নিউ গয়েশপুর এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি হবিবপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে মালদা শহরের রাজমহল রোডে সাফাকত হোসেন নামে এক ব্যক্তির মোবাইলের দোকান থেকে
চুরি হয় প্রায় ৪০টি মোবাইল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। তদন্ত চলাকালীন গোপনসুত্রে খবর পেয়ে নিউ গয়েশপুর থেকে সাহেব দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে অপরজনের।সোমবার রাত্রে হবিবপুর এলাকা থেকে দেবব্রত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। সাহেব দাস মোবাইল চুরি করে দেবব্রত সরকারকে সাপ্লাই করতো বলে জানা গিয়েছে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪৮টি নামিদামি কোম্পানির মোবাইল। বাজেয়াপ্ত মোবাইলগুলির বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।এদের মধ্যে অভিযোগকারী শাফাকত হোসেনের খোয়া যাওয়া ৩৮টি মোবাইলও উদ্ধার হয়েছে। বাকী উদ্ধার হওয়া মোবাইলগুলি পুরনো। ধৃতদের পুলিশী রিমাণ্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এই মোবাইল চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামীতে উদ্ধার হওয়া মোবাইলগুলির IMEI নম্বর মালদা জেলা পুলিশের ফেসবুক পেজ ও টুইটার হ্যান্ডেলে দিয়ে দেওয়া হবে। এর ফলে খোয়া যাওয়া মোবাইলগুলি সহজেই হাতে পেয়ে যাবেন তাদের প্রকৃত মালিকেরা।