নিউজ ডেস্ক , ১৬ জানুয়ারী : শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। আর টিকাকরণ প্রক্রিয়ার প্রথমদিন টিকাকরণ নিয়েই চরম বিতর্ক আলিপরদুয়ারে। আলিপুরদুয়ারে করোনা টিকা প্রাপকদের তালিকায় এক নম্বরে রয়েছে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম। এক নম্বরে বিধায়কের নাম থাকায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
মূলত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারাই প্রথম পর্যায়ে করোনা টিকা পাবেন। সব জেলার মতো আলিপুরদুয়ারের কোন চিকিৎসকরা টিকা পাবেন, তার তালিকা তৈরি করে পাঠায় রাজ্য স্বাস্থ্য দফতর৷ চিকিৎসকদের সেই তালিকাতেই এক নম্বরে রয়েছে সৌরভ চক্রবর্তীর নাম৷ তালিকায় বিধায়কের পাশাপাশি সৌরভকে মেডিক্যাল অফিসার হিসেবেও উল্লেখ করা হয়েছে ৷ তিনি ডক্টরেট, কিন্তু ডাক্তার নন, তবে কিভাবে তিনি ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাই নিয়েই প্রশ্ন তোলেন বিরোধীরা। যদিও সৌরভ চক্রবর্তী বলেছেন, “আমি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে আমি গুরুত্বপূর্ণ পদে আছি। কোভিড পরিস্থিতিতে প্রথম সারির মানুষদের পাশে আমায় সারাক্ষণ থাকতে হয়েছে। তাই স্বাস্থ্য বিভাগ আমার নাম তালিকায় প্রথমে রেখেছে। এই সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। তবে আমার কাছে জনগণ সবার আগে। তাই এই মূহুর্তে আমি টিকা নেবো না। সাধারণ মানুষ যখন পাবেন তখন আমিও নেব।”
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, “আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক সৌরভ চক্রবর্তী। তাই টিকা দেওয়ার তালিকায় বিধায়কের নাম এসেছে।”