নিউজ ডেস্ক , ১৯ অক্টোবর : ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভালোই রমরমিয়ে পাবজি খেলা। এবারে সেই খেলার জেরেই ছেলের হাতে আক্রান্ত হলেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেরঠের খারখোদা শহরের জামনানগর এলাকার এ–ওয়ান কলোনি এলাকায়।
জানা যায়, মেরঠের জামনানগর এলাকার বাসিন্দা ইরফান তাঁর ছেলেকে পাবজি খেলা থেকে বিরত রাখার জন্য বকাবকি করেছিলেন ছেলে আমিরকে। সারাক্ষণ পাবজির নেশায় মত্ত ছেলে আমিরের পড়াশোনায় মন ছিল আর তা মেনে নিতে না পেরে ছেলেকে বকাবকি করে ইরফান। এরপরই রেগে গিয়ে বাবার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে ছেলে। ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন বাবা। যদিও ঘটনার জেরে ছেলে নিজেও আহত হয়েছে। বর্তমানে দু’জনেই চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে ভর্তি।