পাবজি নিষিদ্ধ হওয়ায় 'কল অফ ডিউটি মোবাইল' গেমিং এ ঝুঁকছেন গেমাররা

পাবজি নিষিদ্ধ হওয়ায় ‘কল অফ ডিউটি মোবাইল’ গেমিং এ ঝুঁকছেন গেমাররা

নিউজ ডেস্ক  :  লাদাখ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে সীমান্ত। তার আঁচ এসে পড়েছে ভারতের বিভিন্ন ক্ষেত্রে। চীনা দ্রব্য বর্জনে গর্জে ওঠে দেশবাসী। তখন টিকটক সহ একাধিক অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার আরো ১১৮ টি অ্যাপ বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। যার ফলে যুব সমাজের সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আর এখানেই হতাশ পাবজি গেম প্রেমীরা। তবে দেশের সুরক্ষার স্বার্থে তারা এসব অ্যাপ বর্জন করতে রাজি। গেমারদের দাবি এবারে পাবজির বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছেন ‘কল অফ ডিউটি মোবাইল’ (call of duty mobile)

তবে পাবজি বন্ধ হওয়ায় খুশি অভিভাবকেরা। তাদের দাবি, পাবজি গেমটি নানাভাবে যুবকদের প্রভাবিত করেছে।

যুব সমাজ ধ্বংশের মুখে। অনেকসময় মানসিক রোগ, ডিপ্রেশন প্রভৃতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে যুবক-যুবতিদের মধ্যে। অনেকক্ষেত্রেই এই গেমের নেশার বুঁদ হয়ে আছে যুব সমাজ। যার ফলে পড়াশোনা থেকে শুরূ করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিলো তারা। রায়গঞ্জের এক গেমারের দাবি, “মন খুব খারাপ পাবজি (PUBG) বন্ধ হওয়ায়। পাবজি খেলার সূত্রে অনেক বন্ধু পেয়েছি। এমনকি অনেকের মানসিক প্রশস্তির ক্ষেত্রে এই গেমের ভূমিকা অনস্বীকার্য ছিলো। তবে দেশের সুরক্ষার স্বার্থে আমরা পাবজির মতো গেম বর্জন করতে রাজি। দেশের সুরক্ষা সবচেয়ে আগে আমাদের কাছে। তবে পাবজির বিকল্প হিসেবে আমরা মোবাইলে ইনস্টল করেছি ‘কল অফ ডিউটি মোবাইল’। এবারে এই গেমেই মাতবে গেমাররা।” ইতিমধ্যেই দেশজুড়ে বেশ অনেকেই ডাউনলোড করে নিয়েছে বিকল্প এই মাল্টি টাস্কিং গেম। যার ফলে আবারও এই গেমের ওপর ভরসা করে গেমিং জগত মাতাতে চলেছে গেমাররা।

আরও পড়ুন :  জন্মদিনে মহানায়ক

 

Next Post

শর্তসাপেক্ষে রাজ্যে খুলে গেলো পানশালা, দেখুন কী কী নিয়ম মানতে হবে

Thu Sep 3 , 2020
নিউজ ডেস্ক :  সুরাপ্রেমীদের স্বস্তি দিয়ে আনলক ফোরে রাজ্যে শর্তসাপেক্ষে খুলে গেলো পানশালা। তবে বার বা নাইটক্লাবগুলিতে নাচের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুত্রের খবর বারগুলির মোট আসনের ৫০ শতাংশ গ্রাহক বসতে পারবেন একমুহূর্তে। করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনে তবেই গ্রাহকদের বসার বন্দোবস্ত করতে হবে। খোলা ও বন্ধ […]

আপনার পছন্দের সংবাদ