মানববোমা আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে মৃত ২৪,আহত বহু

মানববোমা আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে মৃত ২৪,আহত বহু

নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর :  আফগানিস্তানের কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় মারা গেল অন্তত ২৪ জন।এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।স্থানীয় দাশত্-এ-বারচি এলাকায়এই ঘটনাটি ঘটেছে। হামলায় আহতে হয়েছে আরও ৫৭ জন ।

জানা গিয়েছে , বেসরকারি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের জন্য নানা কোর্স করানো হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “একজন আত্মঘাতী বোমা হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীরা তাকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় সে সেখানেই বোমা বিস্ফোরণটি ঘটায়। জানা গিয়েছে, আহত ও নিহতরা সবাই শিক্ষার্থী।তারা সকলেই প্রতিষ্ঠানে প্রবেশের জন্য অপেক্ষা করছিল।
অন্যদিকে, নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট করে ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে, তালেবানরা এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে।

Next Post

করোনা প্রতিষেধক কিনতে আর্থিক সাহায্যর জন্য বিশ্ব ব্যাংকের দ্বারস্থ বাংলাদেশ

Mon Oct 26 , 2020
নিউজ ডেস্ক, ২৬ অক্টোবর :   করোনা প্রতিষেধকের জন্য বিপুল আর্থিক সাহায্যের দাবিতে বিশ্বব্যাংকের দ্বারস্থ হলো বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের কাছে প্রায় ৫০ কোটি ডলার আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে বিশ্বব্যাংক কর্তৃপক্ষ। উল্লেখ্য চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া মারণ করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। […]

আপনার পছন্দের সংবাদ