নিউজ ডেস্ক , ১৩ ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগামীকাল থেকে চার দিনের সফরে উত্তরবঙ্গ আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি ৷ বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যা যাবেন তিনি। সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এছাড়াও মঙ্গলবার তিনি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির এবিপিসি ময়দানে প্রকাশ্য কর্মীসভা করবেন। এরপর ওইদিন বিকেলেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে কোচবিহারে পৌঁছবেন। এজন্য দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে আরও একটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে শনিবার সার্কিট হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তরবঙ্গ পর্যটন মন্ত্রী গৌতম দেব, জেলাশাসক মৌমিতা গোদারা এবং ময়নাগুড়ি এবং রাজগঞ্জের বিধায়ক উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন বলে নবানব সূত্রে খবর।