নিউজ ডেস্ক , ১৩ ডিসেম্বর : করোনা সংক্রমণ কিছুটা কমল রাজ্যে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে ২ হাজার ৭১০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ১৯ হাজার ২১৫ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লক্ষ ৮৭হাজার ১৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।
২৪ ঘন্টায় ২ হাজার ৯১৩ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে। এই সময়ে আরও ৪৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এনিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ১০ জন। বর্তমানে ২৩ হাজার ৩৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘন্টায় ৪২ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৬৩ লাখ ৮২ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলো।