নিউজ ডেস্ক, ১৫ ডিসেম্বর : হাসপাতাল থেকে সুস্থ হয়ে মঙ্গলবারই বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে তাঁর কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হয় বলে জানা গেছে। চিকিৎসকদের বক্তব্য বাড়িতেও তাঁকে বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হবে।
উল্লেখ্য গত ৯ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) তীব্র শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। দীর্ঘদিন ধরেই কার্যত ঘরবন্দি একসময়ের দাপুটে এই বাম নেতা। শ্বাসপ্রশ্বাসের সমস্যার ভুগছেন। এ নিয়ে ২০১৯ সালে একবার হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। কিন্তু সামান্য সুস্থ হয়ে ওঠার পরই তিনি হাসপাতাল থেকে রীতিমতো মুচলেকা দিয়ে বাড়ি চলে এসেছিলেন। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোনওদিনই বেশিদিন হাসপতালে থাকতে চান না বুদ্ধবাবু। কারণ, তাঁর জন্য দলের বেশি টাকা খরচ হোক তা তিনি চান না। একসময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি বেশিদিন হাসপাতালে থাকলে বাকি রোগীদের সমস্যা হতে পারে। এটা তিনি মেনে নিতে পারেন না। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছুদিন আগে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।