প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আগুন।রবিবার শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় সন্ন্যাসীদের ২৬০টি তাঁবু। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। এলাকা ঘিরে ফেলেছে প্রশাসন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।জানা গিয়েছে,একটি তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।সেখান থেকই দাউদাউ করে আগুনে জ্বলে ওঠে একটি তাঁবুতে। চোখের নিমেষে একাধিক তাঁবুতে ছড়িয়ে পরে সেই আগুন। আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন।দমকলকে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।