নিউজ ডেস্ক , ০১ ডিসেম্বর : বিশ্বে জুতো প্রস্তুতকারী সংস্থার মধ্যে “বাটা” কোম্পানি একটি জনপ্রিয় নাম। ১২৬ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বাজারে ব্যবসা করে চলেছে এই সংস্থা। তবে এই প্রথম বিশ্বে বাটাকে নেতৃত্ব দিতে চলেছেন একজন ভারতীয়। বাটার গ্লোবাল সিইও-র পদের দায়িত্বভার নিতে চলেছেন দিল্লির আইআইটি-র প্রাক্তনী সন্দীপ কাটারিয়া। মঙ্গলবার কোম্পানির তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
এই মুহূর্তে বাটার গ্লোবাল সিইও পদে রয়েছেন অ্যালেক্সিস নাসার্ড। দীর্ঘ প্রায় পাঁচ বছর বাটার গ্লোবাল সিইও-র দায়িত্ব পালন করেছেন অ্যালেক্সিস নাসার্ড। এবারে সেই পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, ব্রিটিশ বহুজাতিক সংস্থা Kantar-এ যোগ দিতে চলেছেন নাসার্ড। আর তাঁর স্থানেই নতুন সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে ৪৯ বছরের ভারতীয় সন্দীপ কাটারিয়াকে। দিল্লির আইআইটি- এর প্রাক্তনী এবং XLRI-তে ১৯৯৩ সালের PGDBM ব্যাচের গোল্ড মেডেলিস্ট সন্দীপ কাটারিয়া তাঁর ২৪ বছরের কর্মজীবনে ভারত এবং ইউরোপে ইউনিলিভার, ইয়াম ব্র্যান্ডস, ভোডাফোনের মতে বহুজাতিক সংস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বাটায় তাঁর কেরিয়ার শুরু ২০১৭ সালে। ওই বছর সংস্থার ভারতীয় শাখার (বাটা ইন্ডিয়া) CEO পদে যোগ দেন তিনি। এর তিন বছরের মধ্যে পদোন্নতির মাধ্যমে বিশ্বে সংস্থাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বভার চলে এলো তাঁর কাঁধে। আদতে স্যুইৎজারল্যান্ডের সংস্থা বাটার বিশ্বের মধ্যে সবথেকে বড় বাজার ভারতে।