নিউজ ডেস্ক, ০২ ডিসেম্বর : ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। মৃতুও হয়েছে কয়েকজনের।পাশাপাশি মারন ভাইরাসের আতঙ্কে কারাগারের ভেতরে বন্দীদের মধ্যে ব্যাপক হানাহানিতে ৯ জন বন্দী নিহত ও ১১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই শ্রীলঙ্কা সরকার কয়েকশ বন্দীকে মুক্তিও দিয়েছে। আরও কয়েক হাজার বন্দীকে মুক্তি দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংবাদ মাধ্যম জানাচ্ছে, সংশোধনাগারে করোনাভাইরাস সংক্রমণ ক্রমবর্ধমান হওয়ায় কলম্বোর উপকণ্ঠে মহারা কারাগারে রবিবার থেকে বন্দীরা মুক্তির দাবিতে তাণ্ডব চালানো শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশোধনাগারে প্রহরীরা ব্যাপক গুলি চালায়।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষ মঙ্গলবার অর্থাৎ ১লা ডিসেম্বর ৬৩৭ জন কয়েদীকে ক্ষমাও করে দিয়েছেন। দেশটির বিচারমন্ত্রী আলি সাবরি বলেন, সরকার কারাগারের বন্দীদের চাপ কমাতে কয়েক হাজার বন্দীকে জামিনে মুক্তি দেওয়ার কাজ শুরু করেছে।রাজাপাক্ষ ইতোমধ্যেই জেল সংস্কার মন্ত্রী সুদর্শনী ফার্নান্দোপুলকে মহামারী মোকাবেলা সম্পর্কিত একটি নতুন দপ্তর তৈরি করে সেখানকার দায়িত্ব দিয়েছেন।উল্লেখ্য, শ্রীলঙ্কার কারাগারগুলোতে ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি কয়েদি রয়েছে। যা ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যান অনুসারে, কারাগারে ১২০০ জনের করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে ও কয়েকজনের মৃত্যুও হয়েছে।
তবে যাইহোক, করোনার কারনে শ্রীলঙ্কার এই সরকারি সিদ্ধান্ত সত্যি অভূতপূর্ব তা বলাই বাহুল্য!