ডিজিটাল ডেস্ক : এইচবিও ম্যাক্সের নতুন সিরিজ “World of Calm”-এর কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইনসলেট। সিরিজে বিখ্যাত সেলেবরা কথা বলে দর্শকদের ব্যস্ত, একঘেয়ে দৈনন্দিন জীবন থেকে দূরে নিয়ে যেতে ও মানসিক অবসাদমুক্ত সহায়তা করবে। মঙ্গলবার ট্যুইটারে এই বিষয়ে জানান প্রিয়াঙ্কা চোপরা (Priyanka Chopra)।
Excited to join such an amazing group of “calming” voices for @hbomax’s @calm series, “A World Of Calm.” Coming Oct 1st. https://t.co/KrHWSPsmwT
— PRIYANKA (@priyankachopra) September 21, 2020
সিরিজের অংশ হতে পেরে আনন্দিত প্রিয়াঙ্কা চোপড়া। ১ লা অক্টোবর থেকে স্ট্রিমিং হবে এই শো। দশটি পর্বের সিরিজটির প্রতিটি এপিসোড থাকবে আধা ঘন্টার। Calm sleep-aid অ্যাপ্লিকেশন থেকে অনুপ্রাণিত এই শো তে সেলেব্রিটিরা আনস্ক্রিপ্টেড গল্প শোনাবেন দর্শকদের। বৈজ্ঞানিকভাবে মনকে শান্ত করে ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রশান্তি এনে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে এই শো।
গল্পের বর্ণনাকারীদের তালিকায় রয়েছে ইদ্রিস এলবা, অস্কার আইজাক, নিকোল কিডম্যান, জোয়ে ক্রাভিটস, লুসি লিউ এবং সিলিয়ান মারফি।

” World of Calm ” ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার আরও কিছু আকর্ষণীয় প্রজেক্টে কাজ করছেন। স্বামী নিক জোনাসের সাথে অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য একটি প্রি-ওয়েডিং নাচের অনুষ্ঠান প্রযোজনা করবেন তিনি। এছাড়াও, তিনি অ্যামাজন সিরিজ “সিটাডেল”, নেটফ্লিক্সের সুপারহিরো মুভি “উই ক্যান বি হিরোস “এবং নেটফ্লিক্সের ওরিজিনালে “দ্য হোয়াইট টাইগার”-এ কাজ করছেন।